শিরোনাম
নারায়ণগঞ্জ, ১১ আগস্ট ২০২৪ (বাসস): জেলায় আজ ভাংচুর হওয়া নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় পরিস্কার করে দিয়েছে শিক্ষার্থীরা।
আজ রোববার দিনভর শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা সংসদে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
আজ ছাত্র-ছাত্রীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ পরিস্কার করে দেয়। পরিস্কার- পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সহ-সমন্বয়ক মুন্নি সর্দার।
এসময় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহান ভূইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন, মোহাম্মদ হোসেন, রমিজ উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক শরীফ উদ্দিন সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।