শিরোনাম
জয়পুরহাট, ১৩ আগস্ট, ২০২৪ (বাসস) : খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে রোপা আমন ধানের চারা রোপণ শেষে এখন চলছে পরিচর্যা ।
এবার আষাঢ়-শ্রাবণ মাসে ভারী বৃষ্টিপাত হওয়ায় রোপা আমনের চারা রোপণে কোন সমস্যা হয়নি জেলার কৃষকদের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় চলতি ২০২৪-২৫ খরিপ-১, মৌসুমে ৬৯ হাজার ৮৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এর মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল জাতের ৬১ হাজার ৯৮০ হেক্টর, হাইব্রীড জাতের ৭ হাজার ৫২৫ হেক্টর ও স্থানিয় জাতের রয়েছে ১ হাজার ৩৪৫ হেক্টর। এতে চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩ লাখ টন চাল। গত ১১ আগস্ট পর্যন্ত আমন ধানের চারা রোপণ কার্যক্রম শেষ হয়েছে ৬৯ হাজার ২০৫ হেক্টর জমিতে। আষাঢ়-শ্রাবণ মাসে বৃষ্টিপাত সন্তোষজনক পর্যায়ে রয়েছে ফলে রোপা আমন চাষে এবার কোন সমস্যা হয়নি কৃষকদের।
জুন মাসের প্রথম সপ্তাহের পর থেকে আমনের চারা রোপণ কার্যক্রম শুরু হয় বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন।
কৃষি বিভাগ জানায়, জয়পুরহাটে চলতি ২০২৪-২৫ মৌসুমে রোপা আমন চাষ সফল করতে ৩ হাজার ৫৮৮ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়।
কৃষি বিভাগের হিসাবে মতে, জেলায় গত মৌসুমে ৬৯ হাজার ৬৮৫ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছিল। এতে চাল উৎপাদন হয়েছিল ২ লাখ ২৩ হাজার ১৩৪ টন। খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটের কৃষকরা বর্তমানে আমন ধানের চারা রোপণ শেষে পরিচর্যা করছেন বলে জানায় কৃষি বিভাগ।