বাসস
  ১৪ আগস্ট ২০২৪, ২১:১৬

বান্দরবানে শিক্ষার্থীদের মধ্যে অনুদানের চেক বিতরণ

বান্দরবান, ১৪ আগস্ট ২০২৪ (বাসস) : জেলায় আজ বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫২ জন অসচ্ছল শিক্ষার্থীদের মধ্য একলাখ ৫৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
আজ বুধবার বান্দরবান সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদানের চেক বিতরণ করা হয়।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, সহকারী কমিশনার আসিফ রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, ভর্তি ও শিক্ষা উপকরণ ক্রয়ে সহায়তার জন্য শিক্ষার্থীরা আবেদন করেছিল । তারই প্রেক্ষিতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ৫২ জন শিক্ষার্থীর মধ্যে একলাখ ৫৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।