বাসস
  ১৭ আগস্ট ২০২৪, ১০:০৩
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১০:৫৫

যশোরে বাউলিয়া সংঘের শান্তি সমাবশ

যশোর, ১৭ আগস্ট, ২০২৪ (বাসস) : যশোর বাউলিয়া সংঘের আয়োজনে ও জনউদ্যোগ যশোরের সহযোগিতায় শুক্রবার বিকেলে শহরের বকুলতলাতে শান্তি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জনউদ্যোগ যশোরের আহবায়ক প্রকৌশলী নাজির আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌল্লাহ, সিপিবির জেলা সভাপতি অ্যাড. আবুল হোসেন, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, অ্যাড. মাহমুদ হাসান বুলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক রাশেদ খান ও জাহাঙ্গীর মান্নু প্রমুখ।  জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্প্রীতি সমাবেশ শুরু  হয়।
সম্প্রীতি সমাবেশ শেষে বাউল সম্প্রদায়ের পরিবেশনায় বাউল সঙ্গীত পরিবেশন করা হয়।