বাসস
  ১৭ আগস্ট ২০২৪, ১৯:২৩

হবিগঞ্জে খোয়াই নদীর তীরে বৃক্ষ রোপণ

হবিগঞ্জ, ১৭ আগস্ট, ২০২৪ (বাসস): আন্তর্জাতিক পানি বিষয়ক সংগঠন ওয়াটারকিপার অ্যালায়েন্সের রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে "নদীতীরে সবুজায়ন" শিরোনামে খোয়াই নদীর তীরে বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
শনিবার দুপুরে খোয়াই রিভার ওয়াটারকিপার কর্মসূচির আয়োজন করে।
তোফাজ্জল সোহেলের সভাপতিত্বে অতিথি ছিলেন- পরিবেশ সংগঠক অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ, এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, কবি তাহমিনা বেগম গিনি ও মার্চেন্ট অ্যাসোসিয়েশন হবিগঞ্জের যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী।
বক্তারা বলেন, খোয়াই নদীতীরে আমরা ময়লা-আবর্জনা দেখতে চাই না। মানুষ নদী বানাতে পারেনা। নদী প্রাকৃতিক। যেহেতু মানুষ নদী বানাতে পারেনা, সেহেতু নদীতে ময়লা আবর্জনা ফেলতেও পারেনা। এই অন্যায় কাজ যারা করছেন তাদের শাস্তি হওয়া উচিত। পরে অতিথিবৃন্দ ও এলাকাবাসী নদী তীরে বিভিন্ন প্রজাতির দেশীয় গাছের চারা রোপণ করেন।