বাসস
  ১৮ আগস্ট ২০২৪, ২৩:০৭

ইলিয়াস আলীসহ গুম নেতাকর্মীদের ফিরিয়ে পাওয়ার দাবিতে সিলেটে বিএনপির মানববন্ধন

সিলেট, ১৮ আগস্ট ২০২৪ (বাসস) : বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীসহ গুম হওয়া সকল নেতাকর্মীকে ফিরিয়ে পাওয়ার দাবিতে সিলেটে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 
আজ রোববার দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারন জনগণ অংশগ্রহণ করেন। 
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “শত শত প্রাণের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু সিলেটবাসীর মনে এখনো বিজয়ের আনন্দ নেই। কারন ফ্যাসিস্ট হাসিনার হাতে গুম হওয়া সিলেটবাসীর প্রিয়নেতা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদ, আনসার আলীকে আমরা এখনো ফিরে পাইনি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা এখনো দূর হয়নি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখনো অসুস্থ। এম. ইলিয়াস আলীর বৃদ্ধ মা, স্ত্রী, সন্তানদের মতো সিলেটবাসীও প্রিয় নেতার অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যে হাসিনার আয়নাঘর থেকে অনেকেই মুক্তি পেয়েছে। এম. ইলিয়াস আলীসহ সকল নেতাকর্মীকে অভিলম্বে ফিরিয়ে দেয়ার দাবি জানান তিনি।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন সিলেটে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।