বাসস
  ১৯ আগস্ট ২০২৪, ১৮:২৩

এবি পার্টিকে নিবন্ধন দিতে ইসিকে হাইকোর্টের নির্দেশ 

ঢাকা,১৯ আগস্ট ২০২৪(বাসস): এবি পার্টিকে (আমার বাংলাদেশ পার্টি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 
নির্বাচন কমিশনকে (ইসি) এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট মো. তাজুল ইসলাম। তিনি বাসসকে আদালতের রায়ের বিষয়টি জানান।
এ বিষয়ে ইতোপূর্বে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল ফয়েজ আহমেদ।
এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়। ২০২৩ সালে রিটটি করা হয়। এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করেন দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী।