শিরোনাম
মেহেরপুর, ১৯ আগস্ট, ২০২৪ (বাসস): সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামসহ ১৯৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ২য় আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নাহার মামলাটি এফ আই আর-এর আদেশ দেন।
বাদিপক্ষের আইনজীবী মারুফ আহমেদ বিজন জানান, মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের হাসনাত জামান বাদী হয়ে মামলা দায়ের করেছে।
মামলার বাদী তার এজাহারে উল্লেখ করেছেন, ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মেহেরপুর কলেজ মোড়ে শান্তিপূর্ণ সমাবেশ করছিল। এ সময় আসামিরা ধারালো রামদা, কিরিস, লোহার রডসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদের ভয়ভীতি প্রদর্শন করে।