শিরোনাম
ঢাকা, ২১ আগস্ট, ২০২৪ (বাসস) : বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশের প্রেক্ষিতে দি রিপ্রেজেন্টেশন অব দি পিপলস অর্ডার ১৯৭২ এর বিধান অনুযায়ী আজ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন নম্বর- ০৫০ ও তাদের জন্য বরাদ্ধকৃত প্রতীক ‘ঈগল’। আজ কমিশনের এক পূর্ণাঙ্গ বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আজ বুধবার দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াল ৪৫।