বাসস
  ২২ আগস্ট ২০২৪, ১৮:৪৭

হবিগঞ্জে সাবেক এমপি রুহেল ও মজিদ খানসহ ১৬০ জনের নামে হত্যা মামলা

হবিগঞ্জ, ২২ আগস্ট, ২০২৪ (বাসস): জেলার বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নয়জন নিহত হওয়ার ঘটনায় সাবেক দুইজন এমপিসহ ১৬০জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের মৃত দরছ আলীর ছেলে ছানু মিয়া বাদী হয়ে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় সাবেক এমপি এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ও সাবেক এমপি এডভোকেট আব্দুল মজিদ খানসহ ৪১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ১৬০জনের নাম এজাহারে এবং অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০জনকে আসামি করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছানু মিয়ার ছেলে হাসান মিয়া(১২)সহ নয়জন নিহত হয়। অন্য নিহতরা হলেন- বানিয়াচংয়ের মাইঝের মহল্লা গ্রামের আ. নূরের পুত্র আশরাফুল ইসলাম(১৭), পাড়াগাঁও গ্র্রামের শমশের মিয়ার পুত্র মোজাক্কির মিয়া(৪৫), কামালখানী গ্রামের মৃত আলী গোসেন এর ছেলে নয়ন মিয়া(১৮), জাতুকর্ণপাড়া গ্রামের আ. রউফ’র পুত্র তোফাজ্জ্বল মিয়া(১৮), পূর্বগর গ্রামের ধলাই মিয়ার পুত্র সাদিকুর(৩০), কামাল খানী বন্দের বাড়ি গ্রামের তাহির মিয়ার ছেলে আকিনুর মিয়া(৩৫), খন্দকার মহল্লার আবুল হোসেন এর ছেলে আনাস মিয়া(১৮), সাগর দিঘির পুর্ব পাড়ের মৃত মোশাহিদ মিয়ার ছেলে সোহেল আখঞ্জি। 
বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট নয়জন নিহত হয়। ঘটনাস্থলে সাতজন এবং পরে দুইজনের মৃত্যু হয়।