শিরোনাম
নোয়াখালী, ২৩ আগস্ট, ২০২৪ (বাসস): অনেকটা সময় বৃষ্টি বন্ধ থাকায় আজ জেলার বন্যা পরিস্হিতি স্হিতিশীল রয়েছে। আজ সকালে জেলা প্রশাসক দেওযান মাহবুবুর রহমান বাসস'কে জানান- গতকাল থেকে বৃষ্টি বন্ধ থাকায় জেলার বন্যা পরিস্হিতি স্হিতিশীল রয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় ৪০ হাজার মানুষ রয়েছে। সেখানে শুকনো খাবার ও পানি,নগদ টাকা ও চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আরো সাহায্যের জন্য ত্রাণ ও দুর্যোগ মণ্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন- নোয়াখালীতে প্রথমে ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা ছিল। ফেনী জেলার মুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সেটা নোয়াখালীর উপর দিয়ে প্রবাহিত হওয়ার করণে বন্যার সৃষ্টি হয়েছে। আর যদি ভারী বৃষ্টি না হয় তাহলে পরিস্হিতির দ্রুত উন্নতি হবে।
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, জেলায় ৭ লাখ ৭৫হাজার গ্রাহকের মধ্যে সাড়ে ৪ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্হায় রয়েছে।
গতকাল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা দুর্যোগ কমিটির এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৩৮৮টি আশ্রয় কেন্দ্রগুলোতে জরুরি ভিওিতে শুকনো খাবার সরবরাহ করার সিদ্ধান্ত হয়।