বাসস
  ২৪ আগস্ট ২০২৪, ১১:২৪

হবিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

হবিগঞ্জ, ২৪ আগস্ট, ২০২৪ (বাসস): জেলার মাধবপুরে গতরাতে বাসের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত
হয়েছে। তার বয়স  ৩৫ বছর। শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা আন্দিউড়া চকদার বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি বাসের ধাক্কায় ওই ব্যক্তির ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আমরা তার পরিচয় শনাক্ত করার জন্য কাজ করছি।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
শনিবার বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  তৈমুর ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লাশ এখনও মর্গে আছে। পিবিআইর সদস্যরা লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। ঘাতক বাস পালিয়ে যাওয়ায় সেটি আটক করা সম্ভব হয়নি। স্থানীয় লোকজন বাস চাপায় মৃত্যুর কথা আমাদেরকে জানিয়েছেন।