বাসস
  ২৪ আগস্ট ২০২৪, ২০:০১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরও এক হত্যা মামলা

নারায়ণগঞ্জ, ২৪ আগস্ট ২০২৪ (বাসস) : জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় আহসান কবির শরিফ গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১০৩ জনের নাম উল্লেখসহ দেড়শ থেকে দুইশ’ জনকে অজ্ঞাত আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে নিহত শরিফের বাবা মো. হুমায়ুন কবির মাস্টার (৬১) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক।
মামলায় উল্লেখ করা হয়েছে, গত ২১ জুলাই বিকাল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের সানারপাড় পিডিকে পাম্পের সামনে ১, ২ ও ৩ নং আসামির নির্দেশে অন্য আসামির ছোড়া গুলিতে শরীফ গুলিবিদ্ধ হন। সেখান থেকে পথচারীদের সহায়তায় তাকে চিকিৎসার জন্য সানারপাড়ে ইস্ট ভিউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ আহসান কবির শরীফকে মৃত ঘোষণা করেন।