বাসস
  ২৪ আগস্ট ২০২৪, ২০:২৯

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কারাগারে

সিলেট, ২৪ আগস্ট ২০২৪ (বাসস) : সিলেট সীমান্ত থেকে আটক হওয়া  অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠানো  হয়েছে। 
আজ শনিবার বিকেল সোয়া ৪টার দিকে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে কড়া নিরাপত্তা ব্যবস্থায়  বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে তোলা  হয়। 
শুক্রবার দিবাগত  রাতে ভারতে যাওয়ার  সময় কানাইঘাট (দনা) সীমান্ত থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ভোররাতে কানাইঘাট দনা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন।
৫৪ ধারায় আটক দেখিয়ে মানিককে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোর্ট ইন্সপেক্টর জামসেদ আলম।