শিরোনাম
ঢাকা, ২৪ আগস্ট, ২০২৪ (বাসস) : বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ।
মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ এবং এর আওতাধীন দপ্তর-সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীরা আজ এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ বানভাসি মানুষের সহায়তায় দান করার সিদ্ধান্ত নিয়েছে ।
দেশের বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বেতনের অর্থ জমা দেওয়ার সিদ্ধান্তের কথা আজ জানিয়েছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।
সচিব বলেন,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর ও সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীগণ এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবেন।
দেশের এ সংকটকালে সবাইকে নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতারও আহ্বান জানান তিনি।