বাসস
  ২৫ আগস্ট ২০২৪, ১১:১২
আপডেট  : ২৫ আগস্ট ২০২৪, ১১:১৩

চাঁদপুরের পদ্মা-মেঘনার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে

চাঁদপুর, ২৫ আগস্ট, ২০২৪ (বাসস): জেলার বড় দুটি নদী পদ্মা ও  মেঘনার পানি বিপৎ সীমার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে বলে জানিয়েছেন  পানি উন্নয়ন বোর্ডের  চাঁদপুরের উপ বিভাগীয় প্রকৌশলী আতিকুল ইসলাম। তিনি  জানান, চাঁদপুর মোহনায়  সর্বশেষ সকাল  ৯  টায় ছিল ৩.৪৭ মিটার,৮ টায় ছিল ৩.৩৩ মিটার,৭ টায় ছিল ২.২১ মিটার, ৬টায় ছিল ২.২৭ মিটার,যা এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রভাহিত হচ্ছে। তবে  এখন জোয়ার চলছে তাই একটু বেড়েছে পানির পরিমাপ, তবে  এটা দুপুরে ভাটার প্রভাবে আবার কমে আসবে।
সর্বোচ্চ বিপৎসীমা হলো ৪ মিটার।