বাসস
  ২৫ আগস্ট ২০২৪, ১৪:১৬

আসামি পক্ষে আইনজীবী না থাকলে লিগ্যাল এইডের আইনজীবী সহায়তা দিবেন

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৪ (বাসস) : অধস্তন আদালত বা ট্রাইব্যুনালসমূহে উপস্থিত আসামির পক্ষে কোনো আইনজীবী না থাকলে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবীরা সহায়তা দিবেন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার নিমিত্তে আদালতে উপস্থিত আসামিদের আইনগত সহায়তা নিশ্চিত করা আবশ্যক। আসামিদের কেউ যেন আইনগত সহায়তা বঞ্চিত না থাকেন সে কারণে আসামির পক্ষে আইনজীবী নিযুক্ত না থাকলে সে ক্ষেত্রে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার জন্য প্রধান বিচারপতি নির্দেশনা প্রদান করেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘কোনো আসামির পক্ষে আইনজীবী নিযুক্ত না থাকলে সে ক্ষেত্রে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’ নিযুক্তীয় আইনজীবীগণ যেন নির্বিঘ্নে ও বাধাহীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
এ বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটও প্রকাশ করা হয়েছে।