শিরোনাম
ঢাকা, ২৫ আগষ্ট, ২০২৪ (বাসস) : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে সমাজ-সংস্কৃতির মূল ভিত্তি হচ্ছে ধর্মীয় সম্প্রীতি। বাংলাদেশে সকল ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অনাদিকাল থেকে মজবুত ভিত্তির ওপর স্থাপিত।
জন্মাষ্টমী উপলক্ষে আজ এক শুভেচ্ছা বার্তায় বিএনপি মহাসচিব বলেন, “জন্মাষ্টমীর এই শুভ দিনে আমি হিন্দু ধর্মের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তাদের অব্যাহত সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি।”
তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের মূলবাণী মানুষে মানুষে প্রীতি, সৌহার্দ্য ও শুভেচ্ছাবোধ। সকল কালে সকল যুগে বিভিন্ন ধর্মের প্রবক্তাগণ মানুষকে অসত্য, অন্যায় ও দুস্কর্ম থেকে দূরে থাকতে উপদেশ দিয়েছেন। সকল প্রতিকূলতা উপেক্ষা করে তাঁরা সত্য ও ন্যায়ের বাণী মানুষকে শুনিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণও একই উদ্দেশ্যে পৃথিবীতে আবির্ভূত হয়ে জনসমাজে বিরাজমান অন্যায়কে পরাস্ত করে শান্তি ও কল্যাণ স্থাপন করেন। সনাতন ধর্মাবলম্বীদের মতে, দুরাচার বৃদ্ধি পেলে দুস্কৃতিকারীদের বিনাশে শ্রী কৃষ্ণ অবতার রূপে পৃথিবীতে আসেন।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা সব ধর্মের মানুষের সমঅধিকারে বিশ্বাসী। হিংসা, বিদ্বেষ, অশান্তি, হানাহানি, বৈষম্য ও অবিচার দূর করে সমাজকে শান্তিময় করে তুলতে যার যার অবস্থানে থেকে আমাদের সবাইকে অবদান রাখতে হবে।’
তিনি জন্মাষ্টমীর এই শুভক্ষণে সকলের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।