শিরোনাম
রাঙ্গামাটি, ২৬ আগস্ট, ২০২৪(বাসস) : জেলার কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট গতকাল রোববার সন্ধ্যা সোয়া ৭টায় দ্বিতীয় দফায় খুলে দেওয়া হয়েছে।
দ্বিতীয় বার প্রতিটি জলকপাট দিয়ে ৪ ইঞ্চি করে পানি ছাড়া হচ্ছে।
রোববার সন্ধ্যা ৭টায় কাপ্তাই লেকের পানির লেভেল ছিল ১০৮ দশমিক ৬০ ফুট মীনস সি লেভেল। এর আগে গতকাল প্রথম দফায় সকাল ৮টা ১০ মিনিটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। প্রায় ৬ ঘন্টা পরে দুপুর ২টায় সব কটি জলকপাট বন্ধ করে দেওয়া হয়।
বিকেলে কাপ্তাই লেকে পানির লেভেল বেড়ে যাওয়ায় দ্বিতীয় দফা জলকপাট খুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে বাসসকে নিশ্চিত করেছেন কাপ্তাই জলবিদ্যু কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।
তবে এই পানি ছাড়ায় নিন্মাঞ্চল প্লাবিত হবার সম্ভাবনা নেই বলে জানান পিডিবি কর্তৃপক্ষ।