বাসস
  ২৬ আগস্ট ২০২৪, ১১:৩৮

চাঁদপুরের পদ্মা-মেঘনায় পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে 

চাঁদপুর, ২৬ আগস্ট, ২০২৪ (বাসস) : জেলার বড় দুটি নদী পদ্মা ও  মেঘনার পানি আজ বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের জেলা উপ-বিভাগীয় প্রকৌশলী আতিকুল ইসলাম। 
তিনি  জানান- চাঁদপুর মোহনায়  সর্বশেষ  আজ সকাল ১০টায় পানির লেভেল ছিল ৩ দশমিক ৩৫  মিটার,এর আগে ৯ টায় ছিল ৩ দশমিক ২৭ মিটার, ৮ টায় ছিল ২ দশমিক ৯৯ মিটার এর ও আগে ৭টায় পানির লেভেল ছিল ২ দশমিক ১৯ মিটার,  ভোর ৬টায় ছিল ২ দশমিক ২৩ মিটার,যা এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখন জোয়ারের সময় পানির চাপ কিছুটা বাড়বে বলে জানান তিনি। সর্বোচ্চ বিপদসীমা হলো ৪ মিটার।