শিরোনাম
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৪ (বাসস) : দেশের বন্যাকবলিত এলাকার উপদ্রুত মানুষের সহায়তায় জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর ও সংস্থা’র সকল কর্মকর্তা-কর্মচারী প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করেছে।
আজ মন্ত্রণালয়ে সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এ কথা জানান।
সিনিয়র সচিব আরও জানান, দেশের মানুষের কল্যাণে যে কোন মানবিক সহায়তা প্রদানে জনপ্রশাসন মন্ত্রণালয় সদা অঙ্গীকারাবদ্ধ।
সিনিয়র সচিব জনপ্রশাসনের সকলকে নিজ নিজ অবস্থান থেকে বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে থাকার আহ্বান জানান।