বাসস
  ২৭ আগস্ট ২০২৪, ১৫:৪৭

খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি, জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে

খাগড়াছড়ি, ২৭ আগস্ট, ২০২৪ (বাসস): জেলায় বন্যায় প্লাবিত এলাকাগুলো থেকে পানি পুরোপুরি নেমে গেছে। সবশেষ দীঘিনালার মেরুং থেকেও ধীরে ধীরে পানি নামছে। মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে বন্যা উপদ্রুত এলাকার মানুষ। তবে প্লাবিত এলাকায় স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষত চিহ্ন। ঘরবাড়ির পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় ক্ষতির সম্মুখীন হয়েছেন অনেকে। এছাড়া রাস্তাঘাট, ফসলি জমিও পানিতে ক্ষতিগ্রস্থ হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লক্ষাধিক পরিবার কমবেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকের কাঁচা ও আধাপাকা ঘর বানের পানিতে ভেসে যায়। পানির স্রোতে সড়ক ও সেতুর ক্ষতি হয়েছে। কৃষি খাতে ২ হাজার ১২৪ হেক্টর ফসলি জমির আমন, আউশ ও শাক-সবজি নষ্ট হয়েছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক সহিদুজ্জামান জানান, বন্যা উপদ্রুত এলাকার মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণনের পাশাপাশি পর্যায়ক্রমে ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ শুরু হয়েছে।
গত ২২ আগস্ট খাগড়াছড়ির চেংগী, মাইনী ও ফেনী নদী-সহ ছড়া, খালের পানি বেড়ে নি¤œমানঞ্চল ডুবে যায়, লোকালয় প্লাবিত হয়। এতে কৃষি ক্ষেত্রের পাশাপাশি বসতবাড়ির দোকান ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান, সড়ক- সেতু ক্ষতিগ্রস্থ হয়েছে।