শিরোনাম
নোয়াখালী ,২৮ আগস্ট, ২০২৪ (বাসস): গতরাতের অবিরাম বৃষ্টিতে সদর উপজেলায় ১.৫ সেন্টিমিটার পানি বেড়েছে।কোম্পানীগজ্ঞ উপজেলায় পানি কমতে শুরু করেছে। সেনবাগ ও বেগমগজ্ঞে বন্যার পানি স্থিতিশীল রয়েছে।
এদিকে কোম্পানীগজ্ঞে ভেঙ্গে যাওয়া মুছাপুর রেগুলেটরের বর্তমান অবস্থ্া সরজমিনে দেখে গেছেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমমান। ক্লোজার পুনরায় নির্মাণে উচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী। এ সব তথ্য নিশ্চিত করেছে জেলা পানি উন্ননয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মুন্সি আমীর ফয়সল।
এদিকে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, কোনো কোনো এলাকায় পানি কমতে শুরু করেছে আবার অনেক জায়গায় পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে গতরাতের বৃষ্টিতে সদরে কিছুটা পানি বেড়েছে।আশ্রয়কেন্দ্রগুলোতে এাণ দেওয়া অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠন এাণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।