শিরোনাম
ভোলা, ২৮ আগস্ট ২০২৪ (বাসস): জেলায় আজ সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলে কৃষি বিভাগ এ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে।
এ অনুষ্ঠানে জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর।
আরও বক্তব্য রাখেন- জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) এ এফ এম শাহাবুদ্দিন ও কৃষি প্রকৌশলী জিএম আব্দুর রহমান।
আয়োজকরা জানান, দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষনে তাদের কৃষি যান্ত্রিকরণের আধুনিক বিভিন্ন দিক নিয়ে করণীয় এবং মাঠ পর্যায়ে কৃষকদের কৃষি যান্ত্রিকীকরণে আগ্রহী করে তুলতে নির্দেশনা দেওয়া হয়।
এর আগে, মঙ্গলবার সকালে একই স্থানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল আঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন।