শিরোনাম
ঢাকা, ২৮ আগস্ট, ২০২৪ (বাসস) : আমার বাংলাদেশ পার্টির উদ্যোগে ভয়াবহ বন্যায় বিপদগ্রস্ত ফেনীর সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ১২টি আশ্রয় কেন্দ্রে দুই হাজার পরিবারের মাঝে ৩ বেলা রান্না করা খাবার পরিবেশ করা হয় ।
আশ্রয়কেন্দ্রগুলো হলো- ফেনী সদর উপজেলার ( শর্শদি বাজার সংলগ্ন ) শর্শদি উচ্চ বিদ্যালয়, শার্শদি বালিকা উচ্চ বিদ্যালয়, দারুলউলুম মাদ্রাসা, শার্শদী মহিলা মাদ্রাসা, শার্শদী ইউনিয়ন পরিষদ, শার্শদী হাসমত আরা প্রাথমিক বিদ্যালয়, ইকরা মাদ্রাসা, ফতেহপুর স্কুল, মোহাম্মদ আলী স্কুল ও জাহানপুর।
রান্না করা এই খাবার কার্যক্রম উদ্বোধন করেন এবি পার্টির প্রতিষ্ঠাতা সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর মেজর (অব.) ডা. আব্দুল ওহাব মিনার, ঢাকা মহানগরী উত্তরের আহ্বায়ক মো. আলতাফ হোসাইন, এবি পার্টির সহকারী সদস্য সচিব এম, আমজাদ খান, এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাত উল্লাহ টুটুল, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, আহবায়ক মাস্টার আহসান উল্লাহ, শাহাদাত হোসেন সাজু, শাহ আলম শাহীন সুলতানী হবিব মিয়াজী।