শিরোনাম
ঢাকা, ২৮ আগস্ট ২০২৪ (বাসস): সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য নতুন করে ৬৬ জন ডেপুটি এটর্নি জেনারেল ও ১৬১ জন সহকারী এটর্নি জেনারেল নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ ৬৬ জন এবং সম্প্রতি নিয়োগকৃত আরো ৯ জন সহ এখন ডেপুটি এটর্নি জেনারেল হলেন ৭৫ জন। এর আগে নিয়োগ পাওয়াদের নিয়োগ আদেল বাতিল করা হয়েছে।
রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল' অফিসারস অর্ডার-১৯৭২ এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের ৬৬ জন ও ৯ জন সহ মোট ৭৫ জনকে ডেপুটি এটর্নি জেনারেল পদে নিয়োগ দেন।
এছাড়া পূর্বে নিয়োগপ্রাপ্ত সহকারী এটর্নি জেনারেল এর নিয়োগ আদেশ বাতিল করে নতুন ১৬১ জনকে সহকারী এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।