শিরোনাম
জয়পুরহাট, ২৯ আগস্ট, ২০২৪ (বাসস) : জয়পুরহাট জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মহীউদ্দীন জাহাঙ্গীর সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা শিক্ষা অফিসার রুহুল আমীন, জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহীম মোল্লা সুৃমন , জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আমির ডাঃ ফজলুর রহমান সাঈদ । এছাড়াও জেলা আইনশৃংখলা কমিটির অন্যান্য সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করা হয়। এ ছাড়াও জয়পুরহাট ফোর লেন সড়কের কাজসহ অন্যান্য প্রকল্প গুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য কাজ করার আহবান জানানো হয়।