বাসস
  ২৯ আগস্ট ২০২৪, ১২:৩৭

লাকসামে ত্রাণ বিতরণ করছে জয়পুরহাট রেলওয়ে স্কাউট

জয়পুরহাট, ২৯ আগস্ট, ২০২৪ (বাসস) : উজানের ঢলে সৃষ্ট বন্যায় লাকসামে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জয়পুরহাট রেলওয়ে জেলার স্কাউট সদস্যরা। জয়পুরহাটে স্থানীয় ভাবে সংগৃহীত ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে যান বন্যাদুর্গত এলাকায়। বৃহস্পতিবার সকালে তারা সেখানে ত্রাণ বিতরণসহ উদ্ধার কাজে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করছে।
জয়পুরহাট রেলওয়ে স্কাউট জেলার সহকারী কমিশনার(প্রশাসন) মোস্তাকিম হোসেন জানান, বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট রেলওয়ে জেলার ব্যবস্থাপনায় ও লাকসাম রেলওয়ে জেলার সহযোগিতায় ৫০০ পরিবারের মধ্যে শুকনো খাবার ও পানির পাশাপাশি রান্না করা হালকা খাবারও বিতরণ করা হয় । জয়পুরহাট রেলওয়ে জেলার স্কাউট সদস্যরা সেখানে অবস্থান নিয়ে কয়েক দিন ধরে ত্রাণ বিতরণসহ উদ্ধার কাজে সহযোগিতা করবে বলে জানান, বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট রেলওয়ে জেলার কোষাধ্যক্ষ আরিফ হোসেন।
কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মনোরগঞ্জসহ আশপাশের এলাকা গুলোতে ওই খাবার বিতরণ করা হয়। বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট রেলওয়ে জেলার সহকারী কমিশনার(প্রশাসন), মোস্তাকিম হোসেন, জেলা কোষাধক্ষ্য আরিফ হোসেন ও সিনিয়র রোভার মেট সজীব হোসেনের নেতৃত্বে স্কাউট সদস্যরা ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
লাকসাম রেলওয়ে স্কাউটসের সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) ফজলুল হক, সম্পাদক মাহবুব রাব্বানী দিদার , সহকারী কমিশনার (সংগঠন) মোঃ মোস্তাফিজুর রহমান মনির এবং স্কাউট ও রোভার সদস্যরাও বন্যা দুূর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজে সহযোগিতা করছে।