বাসস
  ২৯ আগস্ট ২০২৪, ১৯:২৫

হত্যা মামলায় জিয়াউল আহসান ও সাদেক খান ৫ দিনের রিমান্ডে

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৪ (বাসস):  হত্যা মামলায় সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান ও সাবেক সংসদ সদস্য সাদেক খানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
আজ বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর কোটা আন্দোলন চলাকালে আদাবর থানা এলাকায় জাকির নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ করা মামলায় সাদেক খান এবং একই থানা এলাকায় সুমন নামে অপর এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় জিয়াউলকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তাদের পাঁচ  দিনের রিমান্ড মঞ্জুর করেন।