বাসস
  ৩০ আগস্ট ২০২৪, ১৮:৫১

সুনামগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জামায়াতের অনুদান

সুনামগঞ্জ, ৩০ আগস্ট ২০২৪ (বাসস) : জেলার দোয়ারাবাজার উপজেলায় আজ মঙ্গলপুর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদান দিয়ে সহায়তা করেছে উপজেলা জামায়াত। 
আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলার মঙ্গলপুর বাজারে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের হাতে অনুদান হিসাবে নগদ অর্থ তুলে দেন সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানি।
এ সময় উপজেলা জামায়াতের আমির ডা. হারুনুর রশীদ ও সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন-সহ উপকারভোগী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।