শিরোনাম
রাঙ্গামাটি, ৩১ আগস্ট ২০২৪ (বাসস): জেলায় আজ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে শহরের পানিবন্দি পরিবারগুলোর মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টায় রাঙ্গামাটি শহরের তৈয়বিয়া পাহারের প্রায় শতাধিক পানিবন্দি পরিবারের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে এ ত্রাণ সহায়তা তুলে দেন কেন্দ্রীয় যুবদলের উপজাতি বিষয়ক সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।
এ সময় রাঙ্গামাটি সদর উপজেলা যুবদল নেতা মো. সিরাজুল মোস্তফা, মো. আনোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় যুবদলের পক্ষ থেকে পানিবন্দি ব্যক্তিদের জন্য চাল-সহ বিভিন্ন শুকনো খাবার বিতরণ করা হয়।