বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৫

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে বিএনপি মহাসচিবের অভিনন্দন

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): পাকিস্তানের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের সঙ্গে স্বাগতিক পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার  পাঠানো  এক এক অভিনন্দন বার্তায় বিএনপি মহাসচিব  বলেন, বলেন, ‘পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দল সারাবিশ্বে দেশের জন্য যে ঈর্ষণীয় সম্মান বয়ে নিয়ে এসেছে তাতে আমি অভিভুত। এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সুদৃঢ় মনোবল ও ক্রীড়া নৈপূণ্য আরও একধাপ এগিয়ে গেল।’
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘অদূর ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দল দেশের মুখ আরও উজ্জল করতে সক্ষম হবে বলে আমি দৃঢ় আশাবাদী।’
অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশ ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তাসহ সবাইকে অভিনন্দন জানান এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।