বাসস
  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৮
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৩

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার বিতরণ

খাগড়াছড়ি,৪ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): জেলায় আজ  বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে খাবার প্যাকেজ ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সকাল ১০টায়  খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে এ সামগ্রী বিতরণ করা হয়। ইউকেএআইডি ও মিনিস্ট্রি অফ ফরেইন এ্যাফেয়ার্স নেদারল্যান্ড এর অর্থায়নে কারিতাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় খাগড়াছড়ির স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি'র সার্বিক ব্যবস্থাপনায় কমলছড়ি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ  পরিবারের মধ্যে খাবার প্যাকেজ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা ইউএনও নাঈমা ইসলাম, জাবারাং এর নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, ২নং কমলাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সুনীল চাকমা প্রমুখ।
ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ২৫কেজি চাল,২কেজি ডাল,৫কেজি আলু,২লিটার সয়াবিন তেল,১কেজি লবণ এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে ১টি ২০লিটারে বালতি, ১টি প্লাস্টিকের মগ,সাবান ২টি,ডিটারজেন্ট পাউডার ১প্যাকেট,স্যানিটারী ন্যাপকিন ১প্যাকেট,খাবার স্যালাইন ১০টি ও ১টি করে গামছা বিতরণ করা হয়।