শিরোনাম
ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এই সরকার কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপকে প্রমোট করবে না। এখন থেকে সবার জন্য প্রতিযোগিতা উন্মুক্ত থাকবে।
আজ বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আশরাফ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে জ্বালানি উপদেষ্টা একথা বলেন।
তিনি বলেন, সামিটের এফএসআরইউ গত তিন মাস যাবত থাকায় গ্যাস সরবরাহে বিঘœ ঘটছে। আগামী ১৫ তারিখ থেকে এটি চালুর চেষ্টা করা হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ২০১০ সালের আইন বাতিল করা হয়েছে। সকল ক্ষেত্রে প্রতিযোগিতার মাধ্যমে যাতে কাজ দেয়া হয়, সেটা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবীর ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।