বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৪

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঠাকুরগাঁও বিএনপির ত্রাণ বিতরণ

ঠাকুরগাঁও, ৫ সেপ্টেম্বর, ২০২৪(বাসস): ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন ঠাকুরগাঁও বিএনপির একটি টিম।
জেলা বিএনপির নেতৃত্বে ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এই ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, লবণ, বিস্কুট, চিড়ামুড়ি, খাবার পানি ও স্যালাইন। 
ত্রাণ বোঝাই একটি ট্রাক নিয়ে তারা গত রোববার ঠাকুরগাঁও ফেনীর উদ্দেশ্যে রওয়ানা হন। পরদিন ফেনী পৌঁছে বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণ বিতরণ করে বুধরার ঠাকুরগাঁও ফিরে আসেন। 
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন আজ টেলিফোনে জানান- দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে দেশের বন্যাপ্রবণ এলাকায় জনসাধারণের পাশে দাঁড়ানোর জন্য ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে তারা এই শুভেচ্ছা পদক্ষেপ নিয়েছেন। দেশের যে কোনো প্রান্তে মানুষের পাশে দাঁড়ানোর এসব কার্যক্রম তারা অব্যাহত রাখবেন।
বন্যার তীব্রতা বৃদ্ধির খবর পেয়েই জেলায় ত্রাণ সংগ্রহ অভিযানে নামে জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।