শিরোনাম
ঢাকা (দক্ষিণ), ৬ সেপ্টেম্বর ২০২৪ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে আব্দুল মান্নান স্মৃতি পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের বাড়ি উপজেলার চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের মেয়ে ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের স্ত্রী ব্যারিস্টার মেহনাজ মান্নান।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহনকারী দোহার নবাবগঞ্জের ৯৫জন ছাত্রদের মাথায় জাতীয় পাতাকা বেঁধে দিয়ে সম্মান জানানো হয়। একই সঙ্গে আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা আব্দুল বাতেন।
উপজেলা বিএনপি নেতা আবেদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা হারুন অর রশিদ ওসমানী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রফিক, ছাত্রদল নেতা মঈন খান তুষার, রুহুল আমীন সংগ্রাম ও ইমরান হোসেন প্রমুখ।