শিরোনাম
নাটোর, ৮ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : নাটোর জেলা আইন শৃংখলা কমিটির সভা আজ রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মাছুদুর রহমান ।
সভায় সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। এ অভিযান সফল করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, মানুষের কল্যাণ নিশ্চিত করতে চাই।
সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লে. কর্ণেল মোক্তাদির রহমান, পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ লুৎফর রহমান, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম প্রমুখ।
জেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।