শিরোনাম
নড়াইল, ৯ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুরে রোববার রাত ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় নাসিম শেখ (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।মৃত নাসিম রঘুনাথপুর গ্রামের শহিদুল শেখের ছেলে।তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, রোববার রাতে নাসিম মোটরসাইকেল চালিয়ে চানপুর থেকে বাড়ি ফিরছিলেন।পথিমধ্যে রঘুনাথপুর গ্রামের সন্নিকটে পৌঁছালে মোটরসাইকেল উল্টে পড়ে গিয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।