বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৩
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের মতবিনিময়

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এর সাথে বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ সাক্ষাৎ করেছেন।
আজ মঙ্গলবার ৪ সদস্যের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স কক্ষে উপাচার্যের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন।  
মতবিনিময় সভায় বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের বিভিন্ন কার্যক্রম ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। তাদের কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে দেশব্যাপী বেকার শিক্ষার্থী ও যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষ হিসেবে গড়ে তোলা ।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, ‘আপনাদের দক্ষতা কাজে লাগিয়ে বিভিন্ন বিষয়ে আমাদের কাজ করার অনেক সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সফটস্কিল ও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী হিসেবে গড়ে তোলার প্রয়োজন রয়েছে।’
তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সফটস্কিল ও বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা অর্জনের জন্য বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন।