বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১

ভোলার কুঞ্জের হাটে অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে গেছে

ভোলা, ১১ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : জেলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট বাজার এলাকায় অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুুড়ে গেছে। মঙ্গলবার রাত পৌনে একটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে  ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি  নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জেলা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো: লিটন আহমেদ বাসস’কে জানান, একটি লেপ তোশকের  দোকানের বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ভোলা সদর, লালমোহন, তজুমদ্দিন ও বোরহান উদ্দিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডে লেপ তোশকের  দোকান, টিনের দোকান, জুয়েলারি, মনোহারী, হার্ডওয়ারসহ মোট নয়টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির ব্যাপারে আমাদের তদন্ত চলছে।