বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৫

নতুন পররাষ্ট্র সচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সক্ষাৎ

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
চীনা দূতাবাস জানায়, বৈঠকে চীন-বাংলাদেশের সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতা, অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা ইত্যাদি বিষয়ে দুই পক্ষের মধ্যে গভীরভাবে মতবিনিময় হয়েছে। 
তারা বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তি উদযাপন নিয়েও আলোচনা করেন।