বাসস
  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৬

নোয়াখালীতে এক হাজার বন্যা কবলিত মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ভূঁইয়ার হাট উচ্চ বিদ্যালয়ে মাঠে প্রশান্তি হাসপাতাল ও ডায়াগনস্টিক লিমিটেডের উদ্যোগে আয়োজিত এক চিকিৎসা শিবিরে প্রায় এক হাজার বন্যা কবলিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া  হয়েছে।
হাসপাতালের  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
হাসপাতালটির কর্মকর্তা সাইমুম ইসলাম বলেন, “হাসপাতালটির ৬ চিকিৎসকসহ ২১ সদস্যের একটি দল সারাদিন ব্যাপী বন্যা কবলিত প্রায় ১ হাজার মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করে।” 
তিনি আরো বলেন, নবজাতক ও নানা বয়সের লোকজন নাক-কান-গলা, চর্মরোগসহ নানা ধরনের জটিলতা নিয়ে চিকিৎসা শিবিরে আসেন এবং চিকিৎসকরা তাদের  স্বাস্থ্যসেবা দেন।
৩০ জন  স্বেচ্ছাসেবী চিকিৎসকদের স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমে সহায়তা করেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।