শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১৪ সেপ্টেম্বর ২০২৪ (বাসস) : জেলায় আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর গাড়ি বহরে হামলা ও সংগঠনের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহতের প্রতিবাদে এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেল ৪ টার দিকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় লঞ্চঘাট এলাকা থেকে বের করা হয়।
মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে স্বর্ণপট্টিতে গিয়ে শেষ হয়। সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা বক্তব্য রাখেন।
এ সময় জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিক উজ্জামান, আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর, এডভোকেট তৌফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন ও সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ-সহ বিএনপি, অঙ্গসংগঠন ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।