শিরোনাম
খাগড়াছড়ি, ১৫ সেপ্টেম্বর ২০২৪ (বাসস): জেলায় আজ ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান আসামী করে সাত শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ও ১১ জন সাংবাদিক কে আসামী করে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা হয়েছে।
আজ রোববার দুপুরে খাগড়াছড়ি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. পারভেজ বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় এ মামলাটি দায়ের করে।
এ মামলায় ৪১৫ আসামীর নাম উল্লেখসহ আরো ৩ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে ১১ জন সাংবাদিককে আসামী করা হয়েছে। মামলার অন্য উল্লেখযোগ্য আসামীরা হলেন- খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র মো. রফিকুল আলম ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।