শিরোনাম
রাঙ্গামাটি, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): কাপ্তাই হ্রদের পানি কিছুটা কমে আসায় বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ সোমবার সকাল ৮ টায় বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ করে দেয়া হয় বলে দুপুর সাড়ে ১২টায় বাসসকে নিশ্চিত করেছেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।
এ সময় কাপ্তাই লেকের পানির লেভেল ছিল ১০৮.৩৯ ফুট মীন সি লেভেল। লেকের পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীন সি লেভেল।
বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট চালু রেখে গড়ে প্রতিদিন ২১০ হতে ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এবং ৫ টি ইউনিট দিয়ে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে বলে জানান কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।
এর আগে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌঁছে যাওয়ায় গত শনিবার সন্ধ্যা ৬ টায় স্পীল ওয়ের ১৬ জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছিল।