বাসস
  ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৩
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৭

রাজশাহীর সাবেক এমপি এনামুল হক গ্রেফতার

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো.এনামুল হককে আজ রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।  
তিনি বলেন, গত ৫ আগস্ট রাজশাহীর বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।