বাসস
  ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৪

ঝিনাইদহে আমন ধান ও সরিষা চাষাবাদের কলাকৌশল শীর্ষক প্রশিক্ষণ

ঝিনাইদহ, ১৭ সেপ্টেম্বর ২০২৪ (বাসস): জেলায় আজ আমন ধানের আন্তঃপরিচর্যা, বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরিষা চাষাবাদ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনাতায়নের এ প্রশিক্ষনের আয়োজন করে বিনা উপকেন্দ্র, মাগুরা।
এ কর্মসূচীতে ঝিনাইদহে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্ঠী চন্দ্র রায়, বিনা- ময়মনসিংহের পরিচালক ড. ইকরামুল হক, জেলা প্রশিক্ষন কর্মকর্তা মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রশিক্ষণে ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার ৫০ জন কৃষকদের ‘বিনা’ উদ্ভাবিত উচ্চফলনশীল ও স্বল্পজীবনকালীন জাতসমূহের পরিচিতি আমন ধান ও সরিষা বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়। বক্তারা আমন ধান ও সরিষা চাষাবাদে কৃষকদের করণীয়, প্রযুক্তিগত পরিচর্যা ও বীজ সংরক্ষণে নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। সেই সাথে চাষাবাদে কোন ধরনের সহযোগিতার প্রয়োজন হলে কৃষি বিভাগের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।