বাসস
  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

ব্রাহ্মণবাড়িয়া, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : ঈদে মিলাদুন্নবী ও বিশ্বকর্মা পূজা উপলক্ষে জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুইদিন ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে শুরু হয়েছে।
তবে স্বাভাবিক ছিল দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার।
আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানান, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সোমবার সরকারি ছুটি ও মঙ্গলবার বিশ্বকর্মা পূজা থাকায় দুইদিন স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। তবে আজ বুধবার সকাল থেকে আবার শুরু হয়েছে।
আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. খাইরুল আলম জানান, সোমবার ও মঙ্গলবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ও রফতানিমুখী এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে দেড় লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি হয় উত্তর-পূর্ব ভারতে। রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে-বরফায়িত মাছ, প্লাস্টিক, রড, সিমেন্ট, ভোজ্যতেল, তুলা ও বিভিন্ন খাদ্যসামগ্রী।