বাসস
  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২৫

সুনামগঞ্জে শহিদ সোহাগের কবর জিয়ারত করলেন নবাগত জেলা প্রশাসক

সুনামগঞ্জ, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শহিদ সোহাগ মিয়ার (২২) কবর জিয়ারত করেছেন সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
আজ বুধবার বিকেলে জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামে সরজমিনে গিয়ে ওই গ্রামের বাসিন্দা আবুল কালামের পুত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ সোহাগের কবর জিয়ারত করেন তিনি। এ সময় তিনি শহিদ সোহাগের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। জেলা ত্রাণ ও পুর্ণবাসন অফিসার সহকারী কমিশনার হাসিবুল হাসান, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর, সহকারী কমিশনার ইয়াসীর আরাফাত, সহকারী কমিশনার মো. মোস্তাফিজুর রহমান ইমন ও ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মো. আখতারুজ্জামানসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
গত ৫ আগস্ট রাজধানীর বাড্ডা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যোগ দিয়েছিলেন সোহাগ মিয়া (২৩) ও শুভ মিয়া (২২) নামের দুই সহোদর। মিছিলে গুলি চালায় নির্দয় পুলিশ, গুলিবিদ্ধ হন দুইভাই। গুলিতে জীবন প্রদীপ নিভে যায় বড়ভাই সোহাগের। অন্যদিকে পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছেন ছোট ভাই শুভ মিয়া।