শিরোনাম
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : রাজধানী ঢাকায় আয়োজিত একাদশ এশিয়ান ট্যুরিজম ফেয়ারে বিভিন্ন রোডে বিমানের টিকিটের ওপর শতকরা ১৫ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ট্যুরিজম ফেয়ারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টরন্টো, ম্যানচেস্টার, সিঙ্গাপুর, ব্যাংকক, চেন্নাই, নারিতা, গুয়াংজু, কাঠমান্ডু, কলকাতা ও দিল্লি রুটের টিকেটের বিদ্যমান মূল ভাড়ার উপর ১৫ শতাংশ বিশেষ মূল্যহ্রাস দিচ্ছে।
আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম বাসস'কে জানান, পর্যটন বিচিত্রার উদ্যোগে আজ ১৯ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত পূর্বাচল রোডের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে একাদশ এশিয়ান ট্যুরিজম ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে।
বোসরা ইসলাম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মেলায় টাইটেল স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে। মেলায় আসা দর্শনার্থীদের জন্য গেইট এন্ট্রি টিকেটের বিপরীতে প্রতিদিন র্যাফেল ড্র অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরো জানান, প্রথম দিন ঢাকা-কাঠমান্ডু-ঢাকা, দ্বিতীয় দিন ঢাকা-দিল্লি-ঢাকা এবং শেষ দিন ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটে সৌজন্য কাপল টিকেট প্রদান করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মেলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন চলছে। ক্যাম্পেইনে অংশগ্রহণ করেও দর্শনার্থীগণ ফ্রি র্যাফেল ড্রয়ের মাধ্যমে জেদ্দা, কক্সবাজার ও চট্টগ্রাম রুটের সৌজন্য টিকেট জিততে পারবেন।
বোসরা জানান, মেলার পাশাপাশি যাত্রীগণ বিমানের নিজস্ব সেলস সেন্টার, ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রেও ডিসকাউন্ট পাবেন। ওয়েবসাইট ও অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড বিজিএটিএফ ২০২৪ ব্যবহার করতে হবে। ডিসকাউন্ট প্রাপ্তির ক্ষেত্রে যাত্রার শুরু বাংলাদেশ থেকে হতে হবে।